বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কথা কাটা কাটি নিয়ে জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭জন আহত হয়েছেন। এসময় এক পক্ষ আরেক পক্ষের সি এন জি গাড়ি হামলা ভাংচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলা বারদী ইউনিয়নের শান্তির বাজার এলাকায় এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, বাসতুম্বার এলাকায় মজিবুর রহমান ছেলে রাসেল সঙ্গে একই ইউনিয়নের চেংঙ্গাকান্দি গ্রামের মো. আউয়াল ছেলে মোস্তফার সাথে জমি নিয়ে পূর্বের শ্রত্র“তা দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। বুধবার সকালে রাসেল জমি দখল করিতে চাইলে মোন্তফা বাধা দেয় । এ নিয়ে সকাল ৮টার দিকে দুই বাহিনী লোকজন লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত নিয়ে দু পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে এ পক্ষের আহত হলো- রাসেল (২৫) তার মাথায় কোপ লাগে,মজিবুর রহমান (৫৫) তার মাথায় কোপ লাগে , ফাতেমা বেগম (৪৫) তার মাথায় আগাত লাগে, আয়নাল হক (২৭) ডান হাতে কোপ , ঐ পক্ষের আহত হলো মো.আউয়াল (৬০, জয়লাল (৫৫) ও মোস্তফা (৬৫) সহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। এর মধ্যেমজিবুর রহমানের আবস্থা আশংকাজনক । আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া রাসেলে পক্ষে সি এন জি গাড়ি ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগও উঠেছে। স্থানিয় চেয়ারম্যান মো. জহিরুল হক জানায় ঘটনা স্থলে আমি পরিদর্শন করি এবং এটা মিমাংসা করার জন্য আমি ব্যবস্থা নিচ্ছি। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয় নাই ।