বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করার দিক নির্দেশনা ঠিক করতে যুবলীগের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আইভী ও শামীম ওসমানের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি উঠে এসেছে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সভায় এ দ্বন্দ্ব নিয়ে কথা বলেন নারায়ণগঞ্জ যুবলীগের তৃণমূলের নেতারা।
যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও একনেকের বৈঠকের কারণে এ রিপোর্ট লেখার পর্যন্ত (দুপুর দেড়টা) উপস্থিত হননি।
সভা সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, আবদুস ছাত্তার মাহমুদ, আনোয়ারুল ইসলাম, আতাউর রহমান, অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন, জাকির হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মাহী, মঞ্জুরুল আলম শাহীন, সুব্রতপাল, নাসরিন জাহান শেফালী, সাংগঠনিক সম্পাদক সালাহ্ উদ্দিন মাহমুদ জাহিদ ও সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান আনিস প্রমুথ।
আলোচনা সভায় নারায়ণগঞ্জ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ (বাদল) বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দিয়েছেন। তাকে যেকোনো মূল্যে আমরা জয়ী করতে চাই। ভাই-বোনের মধ্যে ঝগড়া হতেই পারে। সেটা নিয়ে পড়ে থাকলে চলবে না। আমরা দলীয়ভাবে নৌকার বিজয় ছিনিয়ে আনতে চাই।
ফতুল্লা থানা যুবলীগের সভাপতি ফয়জুল্লাহ খান বলেন, শামীম ওসমান ও আইভীর ঝামেলা নিয়ে এখন কথা বলার সময় নেই। আগে নির্বাচনে আইভীকে জেতাতে হবে। প্রয়োজনে ভোটারদের পায়ে ধরে হলেও আইভীকে জয়ী করতে হবে।