বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল চিটাগাংরোড সড়ক-প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত সিটি করপোরেশনের এলাকার ময়লা, আবর্জনা, স্তুপ গুলো দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে। নারায়নগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ এবং নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের অবহেলায় পথচারীদের দুর্ভোগ ক্ষোভ ও ঘৃনা প্রতিনিয়ত বেড়েই চলেছে।
জানা গেছে, মহাসড়কে প্রতিদিন লাখ লাখ মানুষের চলাচল। নাকে রুমাল দিয়ে কিংবা কোনভাবে দম বন্ধ করে পার হতে ওই এলাকা। মহাসড়কের পাশে থাকা কয়েকটি মার্কেট বাজারের ময়লাসহ সিটি কর্পোরেশনের গাড়ির ময়লা ফেলা হয় সড়কে।
এ বিষয়ে পথচারী গার্মেন্টস্ শ্রমিক সুমি, রবিন, তুহিন জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ময়লা, আবর্জনার দূর্গন্ধে আমরা রোগে শোকে অসুস্থ্য হয়ে পড়ছি।
আরও জানা যায়, আশপাশের আবাসিক এলাকার বাসাবাড়ির ১০/১২টি ভ্যান দিয়ে ময়লা আবর্জনা সিটি কর্পোরেশনের কর্মীরা ফেলে। ময়লা সড়ানোর ব্যাপারে কোন প্রকার উদ্যোগ নেওয়ার মাথা ব্যথা নেই। জনগনের জীবন মান নষ্ট করে বানিজ্য চালিয়ে যাচ্ছে সরকারি ও প্রভাবশালী মহল।
জানতে চাইলে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক বলেন, প্রতিনিয়ত আমরা রাস্তা পরিস্কার করছি। বৃষ্টি হলে মাঝে মধ্যে ময়লা জমে যায়। মার্কেটে ডাম্পিং এরিয়া করে দেয়া হয়েছে। সেটা ভাড়া দিয়ে তারা রাস্তায় ময়লা ফেলছে। তাদের বহুবার চিঠি দেয়া হয়েছে। সিটি কর্পোরেশনের মাসিক সভায় মার্কেট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে মেয়রের নজরে তুলে আনব।