বিজয় বার্তা ২৪ ডট কম
সন্ত্রাস, জঙ্গীবাদ ও ইভটিজিংমুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদের অভিযোগে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সাথে সাথে মোবাইল কোর্টেও মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে বলে ঘোষনা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া।
বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সরাকরি মহিলা কলেজের আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে রাব্বি মিয়া এ সব কথা বলেন।
রাব্বি মিয়া বলেন, বর্তমান মাদক, ইভটিজিং মানুষের একটি বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। তাই মাদক ব্যবসায়ী, ইভটিজিং কারীদের ব্যাপারে কোন ছাড় দেয়া হবেনা এবং কোন তবদির চলবে না। আমি আমার মায়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি নারীদেও যারা ইভটিজিং করবে আমাকে সাথে সাথে খবর দিবেন তাদের আইনের আওতায় এনে মোবাইল কোর্টেও মাধ্যমে শাস্তির ব্যবস্থা করবো।
শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে রাব্বি মিয়া বলেন, তোমরা মা-বাবাকে সব সময় শ্রদ্ধা করবে। তাদের সাথে বন্ধুত্যেও মত আচরন করতে হবে এবং পৃথিবীতে মা বাবার চেয়ে বড় বন্ধু আর নেই। আর স্বপ্ন দেখবে এবং স¦প্ন বাস্তবায়ন করার চেষ্ঠা করবে। তোমরা যদি পরিশ্রম করো বিজয় তোমার হবেই। পরিশ্রমী ব্যক্তির বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না। এছাড়াও কলেজটিতে কালচারাল প্রোগ্রামের জন্য মঞ্চ না থাকায় স্থায়ীভাবে মঞ্চ তৈরি করে দেয়ার ঘোষনা দেন রাব্বি মিয়া।
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ মো: আব্দুল ওহাব চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: ছরোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ উপাধ্যক্ষ প্রফেসর শাহিন সুলতানা, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ(সমাজকর্ম বিভাগ) সহযোগী অধ্যাপক মো: ওয়াজেদ কামাল, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ(দর্শন বিভাগ) সহযোগী অধ্যাপক শারওয়াত বিলকিস জাহান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ বার্ষিক বহিক্রীড়া আহবায়ক শাহানারা মান্নান প্রমুখ।