বিজয় বার্তা ২৪ ডট কম
‘সংবিধান অনুসরণ করে জঙ্গি দমনে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করতে বলা হয়েছে।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুক্রবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে ডিসিদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে জঙ্গি দমনের যুদ্ধ চলছে, চলছে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার যুদ্ধ। এ তিনটা যুদ্ধে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আমরা মনে করি গণপ্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এ তিন যুদ্ধে যথাযথ ভূমিকা রাখা ডিসিদের সাংবিধানিক দায়িত্ব। সেই কর্তব্য পালনে আমরা তাদের নির্দেশনা দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘সরকার ও জনগণের মধ্যে জেলা প্রশাসকগণ সেতুবন্ধনের কাজ করে। মাঠ পর্যায়ে তারা যেসব প্রস্তাব দিয়েছে আমরা তা নিয়ে আলোচনা করেছি। ডিসিরা তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে নিজ নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরেছেন, সেগুলো সমাধানের চেষ্টা করবে সরকার।’
মিডিয়ার নিবন্ধন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘সংবাদপত্র নিবন্ধন দেওয়ার দায়িত্ব জেলা প্রশাসকদের। যে আইনটা আছে সেখানেই উল্লেখ আছে কীভাবে দিতে হবে, কীভাবে সংবাদপত্র বাতিল হবে। এই এখতিয়ার কেবল ডিসিদের হাতেই আছে। গত সাত বছরে এ বিষয়ে নতুন বিধান গত সাত বছরে হয়নি। আগের আইনই পালন করা হচ্ছে। এর বাইরে কিছু নয়।’
বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এসময় তথ্য সচিবসহ তথ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।