বিজয় বার্তা ২৪ ডট কম
সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি নির্বাচিত হয়েছেন মনজুরুল আহসান বুলবুল। শুক্রবার অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন।
শুক্রবার রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক আবু তাহের। এর আগে জাতীয় প্রেসক্লাবে সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। মাঝখানে জুমার নামাজ ও খাবার বিরতি থাকে এক ঘণ্টা।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরীকে ৭৩ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। অবশ্য ঢাকার বাইরে বেশি ভোট পেয়েছেন অশোক চৌধুরী। বিএফইউজে’র প্রধান ইউনিট ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভোটে মনজুরুল আহসান বুলবুলের জয় নিশ্চিত হয়।
মনজুরুল আহসান বুলবুল মোট ১০৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অশোক চৌধুরী পেয়েছেন ৯৭৭ ভোট। এছাড়া সাবেক মহাসচিব ও ডেইলি স্টারের সিটি এডিটর আবদুল জলিল ভুঁইয়া পেয়েছেন ২৭৪ ভোট।
এর আগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যেদিয়ে শুক্রবার দিনভর ঢাকাসহ দেশের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নে এক হাজারেও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৭ নভেম্বর বিএফইউজের ২ বছর মেয়াদি কমিটিতে সভাপতি পদে সাংবাদিক আলতাফ মাহমুদ নির্বাচিত হয়েছিলেন। তবে চলতি বছর ২৪ জানুয়ারি তিনি মারা গেলে পদটি শূন্য হওয়ায় এ পদে উপ-নির্বাচন হলো।