বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ৩০ জুলাই শনিবারের দিনটি নারায়ণগঞ্জের ব্যবসায়ী মহল ও নারায়ণগঞ্জবাসীর জন্য ঐতিহাসিক দিন রচনা হতে যাচ্ছে। এ দিন একই সাথে ৮টি জাতীয় ভিত্তিক ব্যবসায়ী সংগঠন ও ৩৩টি জেলা ভিত্তিক ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে পরিচালিত নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর নিজস্ব ৭তলা ভবনের শুভ উদ্বোধন ও নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ নিজস্ব অত্যাধুনিক ১০ তলা ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন হতে যাচ্ছে।
সংগঠন দুটির নতুন ভবন উদ্বোধন ও ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ। দিনটিকে স্মরনীয় করে রাখতে ইতোমধ্যে সংগঠন দুটির পক্ষ থেকে ব্যাপক আয়োজনের প্রস্তুতি শেষ করা হয়েছে।
শুক্রবার বিকেলে সংগঠন দুটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে নিয়ে অনুষ্ঠান স্থল গুলোর প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন। এ সেলিম ওসমানের সাথে ছিলেন তার সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান।
প্রথমেই সেলিম ওসমান তার সহধর্মিনী মিসেস নাসরিন ওসমানকে সাথে নিয়ে উদ্বোধন হতে যাওয়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের চাঁদমারিতে অবস্থিত নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর নিজস্ব ৭তলা ভবনের প্রস্তুতি পরিদর্শন করেন। পরে তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া এলাকায় বিকেএমইএ নিজস্ব জমিতে নির্মান হতে যাওয়া ভবনের স্থান পরির্দশন করেন। পরে তিনি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন রুটের অক্টোঅফিস এলাকায় একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে আয়োজিত মত বিনিময় সভা স্থল পরিদর্শন করেন।
এ সময় সেলিম ওসমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, শনিবারের দিনটি নারায়ণগঞ্জ বাসীর জন্য ইতিহাস হয়ে থাকবে। এদিন একই সাথে চেম্বার অব কর্মাস এর নিজস্ব ৭তলা ভবনের উদ্বোধন ও জাতীয় সংগঠন বিকেএমইএ নিজস্ব অত্যাধুনিক ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন হতে যাচ্ছে। দীর্ঘ বছর নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের নিজস্ব কোন কার্যালয় ছিল না। আমরা যখন ভবনের নির্মান কাজ শুরু করি তখন আমাদের হাতে তেমন কোন ফান্ড ছিল না। ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগীতা নিয়ে আমরা ধীরে ধীরে ভবনের কাজ সম্পন্ন করেছি এখন সেটা শুধুই উদ্বোধনের অপেক্ষায়। ঠিক তেমনি বিকেএমইএ নিজস্ব ভবন নির্মান কাজে আমরা হাত দিয়েছি। আশা করছি আগামী দেড় বছরের মধ্যে নারায়ণগঞ্জে অত্যাধুনিক ১০ তলা বিকেএমইএ ভবন নির্মান সম্পন্ন হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল হক, নব নির্বাচিত সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর পরিতোষ কান্তি সাহা, পরিচালক আরিফ দিপু,ফারুক বিন ইউসুফ পাপ্পু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না প্রমুখ।