বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে জুয়া খেলার অপরাধে ৩ পেশাদার জুয়ারীকে ৩দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) তথা প্রথম শ্রেণীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট হোসনে আরা বীণা ভ্রাম্যমান আদালত বসিয়ে এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা মিনারবাড়ি এলাকার হাজী জয়নাল আবেদীনের ছেলে শিকিম আলী(৫০),জহরপুর এলাকার এবাদুল্লার ছেলে জহিরুল হক(৪৫) ও একই এলাকার মৃত সুধন্য দাসের ছেলে মনি দাস(৫৫)। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাব-ইন্সপেক্টর আহসনউল্লাহ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে জহরপুরস্থ ঋৃষিপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে নগগদ ৮ হাজার টাকা উদ্ধার করে। ধৃতদের বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে।