নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে জেসমিন (২৪), সিমা (১৮) নামে দুই যৌনকর্মী, তরিকুল (২৫) ও সেলিম (২৬) নামে দুই খদ্দেরসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৩ ফেব্রুয়ারী) দুপুর পৌনে ১টায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই আকিকুজ্জামান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকার নুরনবী লিটনের ৪র্থ তলা বাড়ীর নিচ তলায় অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
ধৃতরা হলো- জেলার রূপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকার আ:বারেকের মেয়ে সিমা,রাজশাহী জেলার পুটিয়া থানার শ্রীপুর এলাকার মকবুল হোসেনের মেয়ে জেসমিন,সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার মোসলেমের ছেলে সেলিম ও একই থানার মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকার অলি মিয়ার ছেলে তরিকুল।
জানা যায়, মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকার নুরনবী লিটনের ৪র্থ তলা বাড়ীর নিচ তলার একটি ফ্লাট বাসা ভাড়া নিয়ে এলাকার কিছু অসাধু ব্যক্তিদের ছত্রছায়ায় ঐ যৌনকর্মীরা দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছিল। একই দিন দুপুরে থানা পুলিশ ধৃতদের ২৯০ ধারায় আদালতে প্রেরন করেছে।