বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার সকাল সাড়ে ৭ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মুনলাইন পরিবহন নামে একটি যাত্রীবাহি বাসে তল্লাসি চালিয়ে কাঁচপুর হাইওয়ে থানার এস আই আক্তার হোসেন ও সার্জেন্ট পংকজ সহ সঙ্গে থাকা ফোর্স ৬ কেজি গাজা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সমর্থ্য হন। আটককৃত মাদক বিক্রেতা নরসিংদী জেলার রায়পাড়া থানাধীন চৌরাতলী গ্রামের মালেক মিয়ার ছেলে মোঃ ইয়াকুব (২৫) বলে জানা যায়। পুলিশের হাতে আটককৃত ইয়াকুব দীর্ঘ দিন যাবৎ এ ব্যবসায় জড়িত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক এনে সে রাজধানী ঢাকার সায়েদাবাদ সহ আশপাশ এলাকায় সরবরাহ করে আসছে বলে জানায় সে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।