বিজয় বার্তা ২৪ ডট কম
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক উল্টে পাঁচজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
বুধবার রাত ৯টার উপজেলার কাটাখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মহেশপুরে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, ট্রাকটি কচু নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর থেকে ঝিনাইদহের কালীগঞ্জের দিকে যাচ্ছিল। রাত ৯টার মহেশপুর কাটাখালী নামক স্থানে পৌঁছালে ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এর পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।