বিজয় বার্তা ২৪ ডট কম
রুপগঞ্জে শিশু শ্রমিক সাগর বর্মন হত্যার দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নারায়ণগঞ্জ খেলাঘর আসরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানবন্ধন কমসূচি অনুষ্ঠিত হয় ।
খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রখ্যাত কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, বর্ষীয়ান রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য, সন্ত্রাস নির্মূল তকী মঞ্চের আহ্বায়ক রাফিউর রাব্বী, সিপিবি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ সমন্বয়ক নিখীল দাস , নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ ওয়ার্কাস পার্টির সভাপতি হাফিজুল রহমান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্র ইউনিয়ন মহিলা পরিষদ ও খেলাঘর বিভিন্ন শাখা আসরের কমী ও নেতৃবৃন্দ ।
এ সময় বক্তাগন বলেন, আমরা অত্যন্ত দুশ্চিন্তার সাথে লক্ষ্য করছি যে, দেশে শিশু হত্যা ও শিশু নির্যাতন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশে শিশুদের জন্য অনূকুল কোন পরিবেশ থাকবে না ।আমরা চাই শিশুরা শিশুবান্ধব পরিবেশে মুক্তচিন্তা ও মুক্তমনের অধিকারী হয়ে বিজ্ঞানমনস্ক হয়ে বেড়ে উঠবে । শিশুদের প্রতি সকলের স্নেহের দৃষ্টি থাকবে । তারা আনন্দময় পরিবেশে পড়াশোনা ও খেলাধুলা করে দেশ ও জাতির সমৃদ্ধ করবে । এমতাবস্থায় আমরা দেখি সিলেটে রাজন থেকে শুরু করে সাগর বর্মন নির্যাতনে শিশু মৃত্যুর মিছিল বড় হয়ে চলেছে । সর্বশেষ গত ২৪ জুলাই রুপগঞ্জ উপজেলা যাত্রমুড়ায় শিশু শ্রমিক সাগর বর্মন কে পায়ুপথে কমপ্রেসার এর মাধ্যমে বাতাস ঢুকিয়ে শিশুটিকে হত্যা করা হয় । এই ঘটনার দায়ীদের দুত গেফতার ও বিচারের দাবিতে আমরা আজ রাজপথে অবস্থান নিয়েছি । যে ভাবে সরকার সিলেটের রাজন হত্যার বিচার আন্তরিকতার সাথে দ্রুতসম্পূর্ণ হয়েছে। আমরা রুপগঞ্জে সাগর বর্মনের হত্যার বিচার ও একই ভাবে আন্তরিকতার সাথে দ্রুত বিচার দেখতে চাই। হত্যার মিছিল রুখে দাঁড়ানোর দাবিতে আমরা যেন আর রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম ও মানববন্ধন না করতে হয় এই প্রত্যাশাই করছি।