বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে স্ত্রী’র মাথার চুল কেটে দেয়ার ঘটনায় যৌতুকলোভী স্বামী সাইফুল ইসলাম(৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত সাইফুল স্বল্পেরচক এলাকার জহিরুল ইসলামের ছেলে। তথ্যসূত্রে জানা যায়,সাইফুল ইসলামের সঙ্গে নবীগঞ্জ কুশিয়ারা এলাকার ওমর আলীর মেয়ে রাজিয়ার বিগত ১৩ বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়। ১৩ বছরের সংসার জীবনে তাদের ৩টি সন্তান রয়েছে। তথাপিও সাইফুল যৌতুকের জন্য প্রতিনিয়তই মারধর করতো। এমনকি মঙ্গলবার বিকেল ৫টায় সাইফুল স্ত্রী রাজিয়ার কাছে ফের ২০ হাজার টাকা যৌতুক দাবি করে। রাজিয়া স্বামীর দাবিকৃত টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে এতে সাইফুল ক্ষিপ্ত হয়ে স্ত্রী রাজিয়াকে প্রথমে বেদম প্রহর করে পরে কেচি দিয়ে মাথার অগ্রভাগ চুল কেটে দেয়। স্বজনরা খবর পেয়ে রাজিয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জস্থ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর গৃহবধূ রাজিয়া বাদী হয়ে স্বামী সাইফুলকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ৪৮(০৭)১৬ইং। মামলার পর পরই বন্দর থানা পুলিশ নিজ বাড়িতে অভিযান চালিয়ে যৌতুকলোভী সাইফুলকে গ্রেফতারে সক্ষম হয়।