নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ রুপগঞ্জের গন্ধব এলাকায় ডিবি পুলিশ অভিযানে ৭৩২ ক্যান বিয়ারসহ একজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রুপগঞ্জ থানাধীণ গন্ধবপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ারসহ ধৃত আসামী মো: দিলবর আটক হয়। পুলিশ পরিদর্শক মো: মামুনুর রশীদ মন্ডল বি.পি.এম সেবা, অফিসার ইনর্চায ও জেলা গোয়েন্দা শাখা নারায়ণগঞ্জের তত্তাবধানে এস.আই সেলিম হোসেন এই অভিযানটি পরিচালনা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ, ধৃত আসামী মো: দিলবর (৪৫), পিতা-মো: শাহাব উদ্দিন, সাং- গন্ধবপুর, ধানা- রুপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ এর বসত ঘর হইতে ৬৯৬ ক্যান (উণত্রিশ কেইস) বিয়ার, যাহার প্রতিটি গায়ে ইংরেজীতে জড়ুবষ উঁঃপয ৩৩০ সষ ধষপ ১২% ঠড়ষ লেখাসহ অন্যান্য লেখা আছে। এবং ৩৬ ক্যান (দের কেইস) বিয়ার যাহার প্রতিটি গায়ে ইংরেজীতে নষধপশ উধারষ.অষপ ১৬% ঠড়ষ লেখাসহ অন্যান্য লেখা আছে। র্সবমোট (৬৯৬+৩৬)= ৭৩২ ক্যান বিয়ার, যাহার আসুমনিক মূল্য (৬,০০,০০০) ছয় লক্ষ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এব্যপারে আসামীর বিরুদ্ধে রুপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে (সংশোধনী/০৪) এর ২২(গ) মামলা নং- ০৫ রুজু করা হয়েছে।