বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বাসষ্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদাভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সহকারি কমিশণার(ভূমি) তথা প্রথম শ্রেণীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট হোসনে আরা বীণার নেতৃত্বে উচ্ছেদাভিযানটি বন্দরের সমরক্ষেত্র থেকে পরিচালিত হয়ে বন্দর বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় সরকারি রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখায় পায়েল ট্রেডার্সের মালিককে নগদ ১হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া বন্দর বাসষ্ট্যান্ড এলাকার দু’পাশের সকল স্থাপনা এবং অবৈধ সিএনজি ও অটোষ্ট্যান্ড উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার,স্থানীয় সমাজ সেবক আবুল বাশার,মাসুদ রানা রনিসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। উচ্ছেদাভিযানে সহায়তা করেন বন্দর উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃমহসন মিয়া,নাজির আব্দুল খালেক সরকার,উপজেলা অফিস সহকারি মিজানুর রহমান,মোঃ মুন্না প্রমুখ।