বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, শহীদ জিয়া আইনজীবী সংসদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার বেলা ১২টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এ সরকার অগণতান্ত্রিক সরকার। এ সরকার ২০১৪ সালের মত পূনরায় অবৈধ পন্থায় ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করে রাখতে চাইছে। আগামী নির্বাচন একতরফা ভাবে করতেই বিএনপি নেতাদের বিরুদ্ধে নীল নকশা কষছে সরকার। আর তাই দেশের পুলিশ প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে পরিচালনা করছে। তবে এ অবৈধ সরকারের উপড় থেকে জনগণের আস্থা কমে গেছে। আগামীতে দেশনেত্রী খালেদা জিয়ার আহবানে সাড়া দিয়ে এই অবৈধ সরকারকে উৎক্ষেত করব ইনশা আল্লাহ।
বক্তারা আরো বলেন, কল্যানপুরে একসাথে ৯ জঙ্গীকে ক্রসফায়ারে হত্যা করে সরকার নিজেদের সন্ত্রাসী কর্মকান্ডকে ধামাচাপা দিতে চাইছে। কেননা তারা ভালো করেই জানে জঙ্গীরা ধরা পড়লে তাদের সাথে জড়িত সরকারের রাঘব বোয়ালদের নাম প্রকাশ পেয়ে যাবে। শুধু তাই নয়, চট্টগ্রামে এসপি বাবুল আকতার এর স্ত্রী হত্যার ঘটনাটি প্রথমে যুদ্ধাপরাধীদের উপড়ে চাপিয়ে দেয়ার চেষ্টা হলেও পরবর্তীতে মিডিয়ায় প্রকাশ পায় বাবুল আকতার নিজেই এই কিলিং মিশনে জড়িত ছিল। আর সে ঘটনাটি ধামাচাপা দিতেই গুলশানে হামলা চালানো হলো। যে হামলায় জড়িত ছিল আওয়ামী লীগ নেতাদের সন্তানরাই।
এসময় বক্তারা বলেন, যদি দেশনেত্রী খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমানের বিরুদ্ধে আনিত সকল মিথ্যা মামলা থেকে তাদের অব্যহতি দেয়া না হয়, তাহলে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। বাঁচতে হলে বাঁচার মত বাঁচব, গণতন্ত্রকে নিয়ে বাঁচব।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. তৈমুর আলম খন্দকার, এ্যাড. আব্দুল হামিদ ভাষানী, এ্যাড. বোরহান, এ্যাড. আব্দুল বারী ভূঞা প্রমুখ।