বিজয় বার্তা ২৪ ডট কম
সদ্য উপমন্ত্রীর মর্যাদা প্রাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ড. সেলিনা হায়াৎ আইভীকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে ভূয়া ওসি আটক।
মঙ্গলবার দুপুরে নগর ভবন থেকে মেয়র সংবাদের ভিত্তিতে জুনায়েদ হোসেন ওরফে রাসেল (২৮) নামের এই ওসি পরিচয়াদানকারীকে আটক করে পুলিশ।
ফতুল্লা উপজেলার দেলপাড়া এলাকার ইকবাল হোসেনের ছেলে আটককৃত ভূয়া ওসি জুনায়েদ হোসেন রাসেল।
ঘটনাস্থল তদন্তে যাওয়া এসআই শহীদুল ইসলাম জানান, জুনায়েদ হোসেন রাসেল নামের এক যুবক নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে নগর ভবনে মেয়রকে ফুল দিতে যায়। তার কথাবার্তা শুনে মেয়রের সন্দেহ হলে মেয়র সদর মডেল থানায় খবর দেন। আমরা এসে তাকে আটক করি। এ সময় তার কাছে গোয়েন্দা পুলিশের একটি সিল পাওয়া যায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান এ বিষয়ে জানান, আটককৃত ভূয়া ওসি পরিচয়দানকারী জুনায়েদ হোসেন রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।