বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামী নাসির (২৮)কে গ্রেফতার করা হয়েছে। নাসির ২০১০ সালের একটি হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নরুল ইসলাম সোমবার রাত ৯ টায় বাগমাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নাসির বাগমারা এলাকায় মৃতঃ জাফর আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নরুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, নাসির দির্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় বিচরন করছিল। মঙ্গলবার দুপুরের তাকে আদালতে পাঠানো হয়েছে।