বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানী নগর এলাকা থেকে আবসানী নামের আড়াই তিন বছরের একটি অপহৃত শিশুসহ পাচারকারী চক্রের এক নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার গুলিস্থান থেকে শিশুটিকে নিয়ে পাচারকারী চক্রের নারী সদস্যটি কোমলা মিনিবাস যোগে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে আসার পথে শিশুটির কান্না এবং ঐ নারীর সন্দেহজনক আচরণ লক্ষ্য করে কয়েকজন যাত্রী জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন কথাবার্তা বলায় মাদানী নগর এলাকায় এনে আটক করে থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়। পাচারকারী নারী সদস্য শাহিনুর (২৮) রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৭নং ওয়ার্ডের আহমদ শরীফের স্ত্রী ও শাহআলমের মেয়ে। অপহৃত শিশুটি তার ও বাবার নাম জসিম ছাড়া আর কিছুই বলতে পারেনা।
বাসের কয়েকজন প্রত্যক্ষদর্শী যাত্রী জানায়, গুলিস্থান থেকে কোমল মিনিবাস যোগে আমরা সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে আসতে ছিলাম। বাসে অন্যান্য যাত্রীদের সাথে ঐ নারী বোরকা পড়া অবস্থায় একটি শিশুকে নিয়ে আসছিলেন। শিশুটি বার বার কান্না করছিল এবং মহিলাটি তার ওরনা দিয়ে শিশুটির গলায় পেচিয়ে মুখ চাপা দিয়ে রাখছিল। এতে আমাদের সন্দেহ হওয়ায় তাকে চার্জ করায় সে অগুছালো কথা বার্তা বলতে থাকে। তখন আমাদের বুঝতে ভুল হয়নাই যে শিশুটিকে অপহরন করা হয়েছে। আমরা মাদানী নগর এলাকায় এসে বাস থেকে তাকে নামিয়ে থানা পুলিশকে খবর দেই।
এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আকিকুজ্জামান জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেছে গুলিস্থান থেকে একজন ব্যক্তির কাছ থেকে শিশুটিকে ৫’শ টাকায় কিনে এনেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।