বিজয় বার্তা ২৪ ডট কম
মোতালেব মনোয়ারা গার্মেন্ট এর ছাটাইকৃত ৫৯০ জন শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষনা করে মালিক কর্তৃপক্ষ।
মঙ্গলাবার দুপুর ৩ টায় চাষাঢ়া বিকেএমইএ এর কার্যালয়ে এই বকেয়া বেতন পরিশোধ ও প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেন।
এসময় ২৬ এর ১ ধারা মোতাবেক ৫৯০ জন ছাটা্ইকৃত শ্রমিকদের মোট ৭৮ লাখ টাকা বেতন পরিশোধ করে মোাতালেব মনোয়ারা গার্মেন্ট বন্ধ ঘোষনা করা হয়।
জিএম ফারুক বলেন, গত বৃহস্পতিবার ২১ জুলাই নারায়ণগঞ্জ বিকেএমই এর সভাপতি সেলিম ওসমান বিকেএমই এর কার্যালয়ে মোতালেব মনোয়ারা নীটওয়্যার নিয়ে মালিক, শ্রমিক নেতৃবৃন্দ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর সাথে আলাপ আলোচনা করে । এই আলাপ আলোচনা সাপেক্ষে বিকেএমই তা বন্ধের সিদ্ধান্ত নেন এবং ১৬ এর ১ ধারা শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধ করে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।
জিএম ফারুক শ্রমিক নেতৃবৃন্দের অনুরোধ করে বলেন, আজ আমাদের নীট ওয়্যার থেকে একটি ফাক্টরী বন্ধ হল আর এ থেকে আমরা মালিকগন কিছুটা হলেও সংকিত। কারন নীট লেবেলে এতোই মারামারি যে তারা মালিকদের ওপর ও তা হচ্ছে। মালিকগন ভিত হয়ে পড়েছেন তারা আর এই ফাক্টরী চালাতে পারছেন না। আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হতাম।
তিনি আরও বলেন আমরা বিকেএমই এর পক্ষ থেকে অনুরোধ করছি যদি কোন নীটওয়্যার শিল্প প্রতিষ্ঠানে কোন রকম সমস্যা হয় তাহলে আমাদের অবগত করবেন। অযথা মারামারি হানাহানি না করে বিকেএমই এর কাছে লিখিত অভিযোগ করবেন। আমরা বিকেএমই এর মাধ্যমে আলাপ আলোচনা করে তার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের দেশের জেডেসির প্রায় ৮২ ভাগ অর্থ উপার্জন হয় নীট ওয়্যার শিল্প থেকে আর এই নীটওয়্যার শিল্পকে আমরা বিকেএমইএ আর সকলে মিলে মিশে উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আজ যদি এই নীটওয়্যার শিল্প নারায়ণগঞ্জ থেকে সাভার, গাজীপুর চলে যায় তাহলে আমাদের ছেলে মেয়েরা কর্মহীন হয়ে পড়বে। আমরা এই শিল্পেকে শেষ হতে দিতে পারি না। বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে তৈরী করার লক্ষ্যে সকল দেশপ্রেমিকদের স্বাধীনতার চেতনাকে মূলবোধ করে দেশপ্রেমে উৎস্বর্গ হওয়ার আহবান জানান ।
এসময় উপস্থিত ছিলেন, বিকেএমইএ এর সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক, মোতালেব মনোয়ারা গার্মেন্টস এর এমডি অবসর প্রাপ্ত কর্ণেল গাজী কবির,বিকেএমইএ এর কর্মকর্তাবৃন্দ ও মোতালেব মনােয়ারা গার্মেন্ট এর কর্মকর্তাবৃন্দ, শিল্প পুলিশ ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানের উদ্যোগে গত বৃহস্পতিবার ২১ জুলাই দুপুরে বিকেএমইএ এর কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে সমন্বিত সভায় মোতালেব মনোয়ারা গার্মেন্ট এর ছাটাইকৃত শ্রমিকদের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সমঝোতার ভিত্তিতে মানবিক বিবেচনায় চাকুরিচ্যূত করা শ্রমিকদের শ্রম আইনের ধারার উর্ধে এসে তাদের পাওনা পরিশোধ করার সিদ্ধান্ত গৃহিত হয়। বিকেএমইএ নেতৃবৃন্দ, গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দ, শিল্প উদ্যোক্তা সহ শিল্প পুলিশ ও জেলা পুলিশের উপস্থিতিতে সমন্বিত সভাটি অনুষ্ঠিত হয়।