বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে অভাবের তাড়নায় ৪০ দিন বয়সের শিশু কন্যাসহ পুকুরে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন এক অসহায় মা। আত্মহননকারী মায়ের নাম সোনিয়া আক্তার (২২) ও ৪০ দিনের শিশু কন্যা ফাতেমা। রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় আদমজী শুমিলপাড়া বিহারী কলোনী এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ দুটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
পরিবারের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই রাসেল আহমেদ জানান, সংসারে অভাব অনটনের কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি হতো। পারিবারিক কলহের জের ধরে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী শুমিলপাড়া বিহারী কলোনী এলাকার ৩নং পুকুরে ঝাপ দেয়। পরে এলাকাবাসী প্রথমে মা সোনিয়া আক্তারকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। প্রায় ১ ঘন্টা পর পুকুরে তল্লাশী করে শিশু ফাতেমার লাশ উদ্ধার করে। নিহত সোনিয়া আক্তারের স্বামীর নাম মোঃ জসিমউদ্দিন। সে স্থানীয় একটি গার্মেন্টে চাকুরী করে। এঘটনায় নিহত মা সোনিয়া আক্তারের পিতা শহিদুল্লাহ মিয়ার কোন অভিযোগ না থাকায় পুলিশ একটি ইউডি মামলা রুজু করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহাম্মদ সরাফত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। h