বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে জোবেদা টেক্সটাইল এ্যান্ড স্পিনিং মিল থেকে কর্মরত অবস্থায় পুলিশ ২৭ শিশু শ্রমিককে উদ্ধার করেছে।
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু শ্রমিক হত্যার ঘটনায় মামলা দায়েরের পর সোমবার দুপুরে পুলিশ তাদের উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় অবস্থিত জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং মিলে কর্মরত ২৭ শিশু শ্রমিককে পুলিশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এদিকে গ্রেপ্তারকৃত আসামি নাজমুল হুদাকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহিবুল ইসলাম জানান, জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং মিলে কর্মরত অবস্থায় ২৭ জন শিশু শ্রমিককে পুলিশ উদ্ধার করেছে। এ মামলায় গ্রেপ্তার নাজমুল হুদাকে পুলিশ সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত রোববার দুপুরে জোবেদা টেক্সটাইল মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্যাতন করলে সাগর বর্মন নামে ১০ বছরের শিশু শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।