বিজয় বার্তা ২৪ ডর কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধুকে গণধর্ষণের ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকার পর প্রধান আসামী মোঃ রাকিব হোসেন’কে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাতে জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দিবাগত রাতে বিষয়টি র্যাব-১১ এর সিনিয়র এএসপি মোঃ গোলাম মোর্শেদ নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত মোঃ রাকিব হোসেন (৩৮) নওগা জেলার বদলগাছি থানার কাদিবাড়ী গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। বর্তমানে সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পোশাক কারখানায় কর্মরত রয়েছেন।
র্যাব-১১ জানায়, ২০২৩ সালের ১০ ডিসেম্বর দুপুরে ভুক্তভোগীর পূর্ব পরিচিত গ্রেপ্তারকৃত রাকিব ভাড়া বাসা দেখানোর কথা বলে সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিমপাড়া খালপাড় সাকিনস্থ এলাকায় আশরাফ উদ্দিনের বিল্ডিংয়ের ভিতর একটি রুমে নিয়ে যায়। এসময় গ্রেপ্তারকৃত আসামী রাকিব হোসেন’সহ ৩/৪ জন মিলে ভুক্তভোগীকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে।
র্যাব-১১ আরো জানায়, পরে তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয় তারা। এ ঘটনায় ভুক্তভোগী ২০২৩ সালের ১১ ডিসেম্বর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পরপরই আসামীরা আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ মামলার প্রধান আসামী রাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃত আসামীকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।