বিজয় বার্তা ২৪ ডট কম
শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর থানায় ওসি আব্দুল মালেকের বিদায় ও ওসি আসাদুজ্জামানের যোগদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মহিবুল ইসলাম খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ)মোহাম্মদ মতিয়ার রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফতুল্লা মডেল থানা)মো. শরফুউদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) মো. ফোরকান সিকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ সার্কেল)মো.আবদুল্লাহ আল মাসুদ প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, নারায়ণগগঞ্জ কমিউনিটি পুলিশ এর সভাপতি কুতুবউদ্দিন আকছির, সাধারণ সম্পাদক ড. মো. শাহনেওয়াজ, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, সদর মডেল থানার তদন্ত ওসি আব্দুল রাজ্জাক, সেকেন্ড অফিসার, মো. শফিকুর রহমান সাগর, নারায়ণগঞ্জ এডিটরস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান দিপু সহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর থানার নতুন ওসি মো.আসাদুজ্জামান ও এএসপি পদে পদোন্নতি প্রাপ্ত ওসি আব্দুল মালেকও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মহিবুল ইসলাম খান বলেন, নারায়ণগঞ্জ অন্যান্য জেলার থেকে একটি গুরুত্বপূর্ণ শহর। এই আমি আসার পর খেকে দেখেছি ওসি আব্দুল মালেক বিনয় ভাবে দায়িত্ব পালন করেছেন। এখানে আসার পর খেকে এক বছরে ঈদ উৎসব ও দূর্গা পূজা সহ বিভিন্ন বড় অনুষ্ঠান আমরা শান্তিপূর্নভাবে শেষ করতে পেরেছি। আমি আসা করবো ওসি আব্দুল মালেকের মত ওসি আসাদুজ্জামান ও এই সদর থানার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে।