নারায়ণগঞ্জের বন্দরে ডেকে নিয়ে এক যুবককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।
বুধবার (১২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনার প্রায় এক মাস পর গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা থানায় মামলা দায়ের করে৷ পলাতক সাঈদকে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা চলছে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারী রাতে বন্দরের শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ রোড এলাকায় এই ঘটনা ঘটে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাদির ছেলে সহজ-সরল প্রকৃতির। গত ৮ ফেব্রুয়ারি রাতে যুবকটি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিবেশী মঞ্জুর মহাজনের ছেলে সাঈদ (৪০) তাকে জরুরি কথা আছে বলে ডেকে বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানালে বন্দর থানায় মামলা করেন বাদী।