নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক গৃহবধূকে গণধর্ষণের মামলার অন্যতম আসামী মোঃ অয়নকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দুপুরে র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মোঃ ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত মোঃ অয়ন (২২) নারায়ণগঞ্জ জেলার সোনারগাওয়ের পিরোজপুর গ্রামের মোঃ হালিম মিয়ার ছেলে। এর আগে দিবাগত রাতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারের সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে ভুক্তভোগী ওই গৃহবধূর অসুস্থ বোনকে দেখতে তার দেবরকে সাথে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে “দি বারাকাহ হাসপাতালে যায়। হাসপাতাল থেকে ফেরার পথে রাত সাড়ে ১১ টার দিকে সোনারগাঁও থানার চিলারবাগ গ্রামের রাস্তায় ফাঁকা জায়গায় পৌছালে সজীব, হাসান, অয়ন সহ ৮ জন লোক তাদের সিএনজি গাড়ির পথ অবরোধ করে। সেখান থেকে ওই ভুক্তভোগী গৃহবধূ ও তার দেবরকে টেনে হেচড়ে সোনারগাঁও থানার দৈলেরবাগ বড়বাড়ী গ্রামের মৃত লাল মিয়ার পরিত্যক্ত টিনসেড ঘরের ভিতরে নিয়ে যায়। ভুক্তভোগীদের মারধর করে তাদের সাথে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ওই গৃহবধূকে সজীব, হাসান, অয়ন সহ ৮ জন মিলে একে একে পালাক্রমে জোরপূর্বক গনধর্ষণ করে। পরে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে ভুক্তভোগীদের অভিযুক্তরা ছেড়ে দেয়। এ ঘটনায় ওই ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে সোনারগাও থানার একটি গনধর্ষণের মামলা দায়ের করেন। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই গণধষর্ণের ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় অন্যতম আসামী মোঃ অয়ন (২২) মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের কর্মকর্তা।