বিজয় বার্তা ২৪ ডট কম
জনগনের সুবিধার্থে ফুটপাতে হকারদের অবৈধ দোকানের উপর এককভাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
রবিববার বিকেলে ২নং রেইল গেইট থেকে চাষাঢ়া পর্যন্ত এই উচ্ছেদ পরিচালনা করেন সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীরা।
এসময় ফুটপাতের উপর হকারদের অবৈধ দোকান উচ্ছেদ করে তাদের মালামাল জব্দ করে তুলে নিয়ে যায় সিটি করপোরেশন।
উল্লেখ্য, গত ২১ জুলাই শহরে বিভিন্ন স্থানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সাথে যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশন। আজ আবারও শহরে এককভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে তারা।