বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপূর্ব নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে চাষাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব (২৩) সদর উপজেলার মাসদাইর বেকারী মোড় এলাকার মো. খোকনের ছেলে।
এর আগে ঘটনাস্থল থেকে ঘাতক সম্রাটকে (২০) আটক করে গনধোলাই দিয়ে খানপুর হাসপাতালে নিয়ে আসে ছাত্রদলের নেতা কর্মীরা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবরুদ্ধ করে রাখলে পুলিশ খানপুর হাসপাতাল থেকে ঘাতককে উদ্ধার করে থানায় নেওয়ার পথে ছাত্রদলের নেতাকর্মীরা সেই গাড়িকে ধাওয়া করে। আটককৃত সম্রাট শহরের গলাচিপা কলেজ রোডের মো. হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, আমরা এই হত্যার বিচার চাই। অপূর্বের জানাজা কালকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে হবে। একজন আসামি গ্রেপ্তার আছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো কে কে এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব জানান, ঘটনাটা আমাদেরকে খুবই পীড়া দিচ্ছে। একটা শিশুর ধর্ষণের প্রতিবাদে আমরা মশাল মিছিল করি। কিন্তু এরপরই আমার একজন কর্মীর সাথে এমন ঘটনা কোনভাবে মেনে নেয়ার মত নয়। আমি এর সর্বোচ্চ শাস্তি কামনা করছি।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জানান, আমরা আজিজুল ইসলাম রাজীব ভাইয়ের নেতৃত্বে শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে চাষাড়ায় মশাল মিছিল করি। মিছিল শেষ করে সবাইকে বাসায় পাঠিয়ে আমরা যে যার বাসায় চলে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে জানতে পারি আমাদের ছাত্রদলের কর্মী অপূর্বকে এক ছিনতাইকারী ছুরিকাঘাত করে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আমরা ছিনতাইকারীদের ধরে ফেলি। আমরা আমাদের ভাইয়ের মৃত্যুর বিচার চাই।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ জানান, আটককৃতের নাম সম্রাট (২০)। তাকে খানপুর হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।