বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা ।
শপথ পাঠ করেন, খাগকান্দা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগের শহীদুল ইসলাম নুরু, ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান মোঃ লাক মিয়া, বিশনন্দী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাতগ্রাম ইউপি চেয়ারম্যান অদুদ মাহমুদ, হাইজাদী ইউপি চেয়ারম্যান আলী হোসেন ভুইয়া, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ আমান, উচিৎপুরা ইউপি চেয়ারম্যান মো. নাজিমউদ্দিন মোল্লা, ফতেপুর ইউপি চেয়ারম্যান আবু তালেব মোল্লা, কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ও দুপ্তারা ইউপি চেয়ারম্যান শাহিদা মোশারফ ।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩(আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা মেডিষ্ট্রেট মো. সারোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গাউছুল আজম, উপজেলার নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, নজরুল ইসলাম বাবুর সহধর্মিণী ড. সায়েমা ইসলাম ইভা, উপজেলার চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক এড আবদুল রশিদ প্রমূখ।