বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম মোঃ হাসান মাসুদ জাকারিয়া (৩১)। সে পাবনা জেলার বেড়া থানাধিন ভবানিপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। এঘটনায় নিহতের স্ত্রী ও চার বছরের শিশু কন্যা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ঘটনার পর ঘাতক ট্রাককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানাগেছে নিহত জাকারিয়া ঢাকা থেকে মটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় তার ভাই মোঃ মেহেদী হাসান এর বাসায় যাচ্ছিলেন। সেখানে যাওয়ার সময় রাস্তা ভুল করে ঢাকা-নারায়ণগঞ্জ লিং রোডে প্রবেশ করে। পরে জালকুড়ি থেকে পুনরায় রূপগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলে ফতুল্লা থানাধীন ৬২ বিজিবি ব্যাটালিয়নের প্রধান ফটকের সামনে পৌছলে মটরসাইকেল স্লীপ কেটে পড়ে যায়। এসময় পেছন দিক থেকে আসা ট্রাকের (ঢাকা মেট্রো – ট -১৬-৪০৭৬) চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মৃত্যু বরন করেন। এঘটনায় নিহত জাকারিয়ার স্ত্রী এবং চার বছরের শিশু কন্যা মারত্মক আহত হয়। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ তিন’শ শয্যা হাসপাতালে পাঠালে নিহত জাকারিয়ার স্ত্রী খানপুর মেডিকেলে ভর্তি করা হয়। তবে তার শিশু কন্যাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়। এঘটনায় স্থানীয়রা ট্রাকসহ তার চালক মোঃ পিরু মোল্লা (৪৫) এবং হেলপাড় মোঃ হুমায়ুন (৪০) কে আটক করেছে। পরে ফতুল্লা থানায় খবর দেয়া হলে ঘটনাস্থলে আসেন এসআই এস এম আমিন হোসেন।
আমিন হোসেন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) লাশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।