বিজয় বার্তা ২৪ ডট কম
রাজশাহী রংপুরসহ সারাদেশে নারী ধর্ষণ – নির্যাতনের সকল ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার, গণপরিবহন সহ সবত্র নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং রোকেয়া বিশ^বিদ্যালয়ের নাম পরিবর্তনের অপচেষ্টাসহ নারী বিদ্বেষী সকল কর্মকান্ড বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহন এবং ঐসব ঘটনার সাথে যুক্তদের গ্্েরফতার ও বিচার নিশ্চিত করার দাবিতে আজ সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধমে স্ব-রাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন।
মানববন্ধনের সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মিমি পূঁজা দাস, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, মহিলা ফোরামের সাংগঠনিক সম্পাদক কামরুন্নার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার।
নেতৃবৃন্দ বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই-আগস্ট অভ্যুত্থানে ব্যাপক নারীদের অংশগ্রহণ ছিল। আন্দোলন যখন অনেকটাই স্তিমিত সেই সময়ে নারীরা সমস্ত অচলায়তন ভেঙে রাজপথে বের হয়ে আসে। কিন্তু অভ্যুত্থানের পর সারা দেশে নারী-শিশু-ধর্ষণ-নির্যাতন-হত্যা আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ে-সমতলে-ঘরে-পথে-স্কুলে-কারখানায় যেকোন স্থানে, দিনে-রাতে, যেকোন জায়গায় নারী নিপীড়নের শিকার হচ্ছে। এই দায় অন্তর্বতীকালীন সরকারকেই নিতে হবে। নারীরা একদিকে অর্থনৈতিক শোষণ ও আরেকদিকে ভোগবাদী পুরুষতান্ত্রিক মানসিকতার দ্বারা নির্যাতিত। ফলে এই শোষণমূলক ব্যক্তি মালিকানার সমাজ পরিবর্তন ও পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তনে, সমাজের সকল বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে যারা অবদান রেখেছেন সেই মহিয়ষী মানুসের মুখে কালিলেপন করা হচ্ছে। এমকি নারী জাগরন ও নারী মুক্তির আন্দোলনে বেগম রোকেয়ার অবদান ছিলো অভূতপূর্ব, কিন্তু আজ সেই বেগম রোকেয়ার নামে বশিাববিদ্যায়ের নাম পরিবর্তনের কথা বলছে সাম্প্রদায়িক গোষ্ঠী, কিন্তু বেগম রোকেয়া আজও আমাদের নারী সমাজের প্রেরণার উৎস।
নেতৃবৃন্দ বলেন, ঘরে বাইরে সর্বত্র নারী নির্যাতন বন্ধ ও ধর্ষণ ও নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা সময়ের দাবী এবং সমাজে নারী-পুরুষের সমানাধিকার ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় জুলাই-আগস্ট অভ্যুত্থান পরবর্তী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।