নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়ুদূষণকারী ৪টি কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এ অভিযান চলে।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম উপস্থিত ছিল।
বুধবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রাসেল মাহমুদ প্রসিউকিশন প্রদান করেন।
অভিযানে ফতুল্লার পিলকুনি এলাকার আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানাকে ২ লাখ টাকা, আল-বাকারা স্টীল মিলস লিমিটেড কারখানাকে ২ লাখ টাকা, বিসমিল্লাহ নীট ফিনিশিং কারখানাকে ৫০ হাজার টাকা ও বিসমিল্লাহ ফেব্রিক্স কারখানাকে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩), ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত বায়ুদূষণকারী ৪টি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।