বিজয় বার্তা ২৪ ডট কম
সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের চাষাড়া চত্তর বিজয় স্তম্ভে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা আজ ২৪ শে ফেব্রুয়ারি দুপুর ১২:৩০ মিনিটে অবস্থান কর্মসূচি শুরু করে বিকেল ০৪:৩০ মিনিটে পরবর্তী দিনের ঘোষনা দিয়ে কর্মসূচি শেষ করে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা,সহ সভাপতি সাইদুর রহমান,সাংগঠনিক সম্পাদক মৌমিতা নুর,অর্থ সম্পাদক শাহিন মৃধা সহ জেলা কমিটির অন্যান্য নেতারা,,তোলারাম কলেজ সংগঠক রাইসা ইসলাম,মুন্নি আক্তার প্রত্যাশা,নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব আবিদ রহমান, ভোলাইল শাখার আহ্বায়ক মাহাদি হাসান, সদস্য শেখ সাদী,তাহমিদ আনোয়ার,মো: সোহাগ,সজীব,তিশা জাহান, সহ অন্যান্য সংগঠক-কর্মী সহ সাধারন শিক্ষার্থীরা।
ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, দীর্ঘ সতেরো বছরের লড়াই অতিক্রম করে আজ আমরা নতুন বাংলাদেশ যাত্রায় অগ্রসর হয়েছি। নারীসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে এই যাত্রার প্রধানতম লক্ষ্য। নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে সুর আজ ধ্বনিত হচ্ছে সেই বন্দোবস্তে নারীর রাজনৈতিক অধিকার নিশ্চিত করে, নারীর জন্য উপযোগী রাষ্ট্র নির্মাণ এখন সময়ের দাবি।
বিচারহীনতার যে সংস্কৃতি সমাজের অপরাধপ্রবণতাকে আজ লাগামহীন করেছে তা ভেঙে ফেলতে হবে। বিগত সময়ে ঘটে যাওয়া সকল ধর্ষণ-নিপীড়ণের বিচার নিশ্চিত করে রাষ্ট্রে বিচারবিভাগকে শক্তিশালী করে তুলতে হবে। সর্বোপরি রাষ্ট্রব্যবস্থাকে নাগরিকদের জন্য নিরাপদ ও উপযোগী করে গড়ে তুলে রাষ্ট্রের সক্ষমতা বিকাশে সহায়ক অবস্থান নিশ্চিত করতে হবে।
বক্তব্যে ছাত্রনেতা মৌমিতা নুর বলেন, “রাত তো দূরের কথা এই সমাজে দিনে দুপুরেও একজন নারী নিরাপত্তাহীন,একটি শিশু একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে যেয়েও ধর্ষণের শিকার হয়,এই প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি, প্রশাসন এই ছোট্ট শিশুর নিরাপত্তা দিতে ও ব্যর্থ।
এই যে নারীর প্রতি যে বঞ্চনা আমাদের সমাজে বিদ্যমান যে ধর্ষক আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে এবং নারীকে সে ধর্ষণের বঞ্চনা নিয়ে বেঁচে থাকতে হচ্ছে।
আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা নারীর নিরাপত্তা নিশ্চিত করুন। ২৪ শে নারীদের যে ভূমিকা আপনারা দেখেছেন নারীদের যে অংশগ্রহণ ছিল এবং অগ্রভাগে ছিলো নারীরা সেইভাবেই নারায়ণগঞ্জে তাদের অগ্রভাগে ভূমিকা রেখে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।
অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অন্জন দাস,মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশিদ বিপ্লব।