খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছেত আজাদ বলেছেন, আমাদের বক্তব্য প্রথম থেকেই পরিস্কার যারা ফ্যাসিবাদ এবং যারা এর বাইরে তাদের সাথে কেয়ামত পর্যন্ত দ্বন্ধ থাকবে আমাদের। এই বাংলাদেশের বাতিল হলো এই ফ্যাসিবাদ হাসিনা সরকার। এই সরকার ব্যতীত যত সংগঠন আছে সকল সংগঠনের সাথে আমরা ঐক্য চাই। পাঁচ আগষ্টের প্রথম থেকেই আমরা সকলে ঐক্য হয়ে সফল একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার চেষ্টা করি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদ গা ময়দানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা চাচ্ছি ইসলাম নামে বিভিন্ন সংগঠন আছে আমাদের সবার মাঝেই কিছু মতবিরোধ আছে। কিন্তু আমাদের কাবা এক আমাদের কোরআন এক। তাই সবাই এক। ব্যক্তিগত মত বিরোধ থাকতে পারে তারপরও দেশের সাথে এবং জনগনের স্বার্থে আমরা ঐক্য চাই।
তিনি আরো বলেন, আমাদের বিভেদ কাম্য নয়। আমরা ইসলামের একটা প্লাটফর্ম নিয়ে একটা মার্কা থাকে তাহলে জনগনের ভোট দিতেও সুবিধা হবে। জামায়াত, খেলাফত মজলিস ও শাসনতন্ত্র থাকবে সেখানে একটাই ইসলাম থাকবে। আমরা দ্রুত নির্বাচন চাই এবং সংস্কারটাও দ্রুত চাই। আমরা সবাই যখন একসাথে বসবো তখন আমরা সবাই প্রার্থী দিবো।
এসময় নারায়নগঞ্জ জেলা খেলাফত মজলিস এর সভাপতি মাওলানা আহামদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহামদ আব্দুল কাদের, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব এবি এম সিরাজুল। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।