বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শ্রদ্ধাভরে ভাষা শহীদদের স্মরণ করতে সর্বস্তরের হাজার হাজার মানুষের ঢল নেমেছে।
বৃহস্পতিবার রাত ১২টা ১মিনিটে প্রথম প্রহরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
এর আগে ১১:৫০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদ সবাইকে নিয়ে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
প্রথম প্রহরের আগেই শহরের চাষাঢ়া শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেতে উপস্থিত হয় জেলা প্রশাসন ও জেলা পুলিশ, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, স্কুল কলেজ, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ হাজার হাজার মানুষ। মানুষের ঢল নেমে শহীদ মিনারের আশেপাশের সড়কগুলোতে মিছিলসহ লাইন ধরে অপেক্ষা করতে দেখা গেছে সকলকে।
এসময় ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদ বেদি।