হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদার প্রিন্টের কর্ণধার ও নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সহ সভাপতি এস.এম. রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে গতকাল বুধবার পৌনে ৪টায় বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১৯ জুলাই সন্ধ্যায় অনুমান ৬.০০ ঘটিকার নারায়ণগঞ্জ সদরের দেওভোগ এলাকায় ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগের সাবেক এম.পি. শামীম ওসমান ও তার শ্যালক নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি তানভির রহমান টিটুর নেতৃত্বে এস.এম. রানা বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের উপর ককটেল বিস্ফোরণ, রাইফেল ও বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে গুলি করে। এঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনায় এস.এম. রানার সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,ওই দিন সন্ধ্যায় বাদির ছেলে বাসায় যাওয়ার সময় গুলির আঘাতে গুরুত্বর আহত হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩দিন পর সে মৃত্যুবরণ করে।