বিজয় বার্তা ২৪ ডট কম
বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ‘জয়নাল-দিপালী-কাঞ্চন ও সেন্ট ভ্যালেন্টাইনের রক্তে লিখা ১৪ ফেব্রুয়ারী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও জেলা অর্থ সম্পাদক ছাত্রনেতা শাহিন মৃধার সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ সুজন।
প্রধান আলোচক জাহিদ সুজন বলেন,ভ্যালেন্টাইনস ডে প্রেম ও আত্মত্যাগের প্রতীক। যেখানে সেন্ট ভ্যালেন্টাইন রোমান সাম্রাজ্যের রাজা দ্বিতীয় কর্ডিয়াসের স্বৈরাচারি নীতির বিরুদ্ধে ভালোবাসার স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন। কিন্তু আজ এই দিনটি কর্পোরেট লোভের শিকার হয়েছে, যেখানে ভালোবাসাকে পণ্য বানিয়ে মুনাফার হাতিয়ারে পরিণত করা হয়েছে।
প্রেমের অনুভূতি এখন বাণিজ্যিক পণ্য—গহনা, চকোলেট, বিলাসবহুল ডিনার এবং উপহারের মাধ্যমে ভালোবাসাকে মূল্যায়ন করা হচ্ছে, যা প্রকৃত প্রেমের আত্মত্যাগ ও মানবিকতা থেকে আমাদের দৃষ্টি সরিয়ে দিচ্ছে। প্রেম কি শুধুই একটি বাজারজাতকরণযোগ্য পণ্য? এই প্রশ্নের উত্তর আমাদের সবাইকে খুঁজতে হবে।
ভ্যালেন্টাইনস ডে-তে আমরা ভালোবাসার প্রকৃত অর্থকে পুনরুদ্ধার করতে চাই—স্বাধীনতা, আত্মত্যাগ, এবং নিপীড়নের বিরুদ্ধে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। প্রেমের নামে ভোগবাদ ও কর্পোরেট স্বার্থের বিরুদ্ধে সচেতন হওয়া এখন সময়ের দাবি।
সভাপতির বক্তব্যে ছাত্রেনেতা ফারহানা মানিক মুনা বলেন, ‘১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস আমাদের গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। ১৯৮৩ সালের শিক্ষা আন্দোলনে শহীদ জয়নাল, দীপালী, কাঞ্চন, মোজাম্মেল, আইয়ুব এবং ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম মিলনসহ আরও অনেকেই জীবন উৎসর্গ করেছেন। ৯০-এর গণঅভ্যুত্থানের পরেও গণতন্ত্র বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার ফলে ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৫ বছরের শাসন আমাদের সামনে এসেছে, তাই এই দিবসের উদযাপন আরও বেশি গুরুত্বপূর্ণ। শহীদদের রক্তের ঋণ শোধ করতে আমাদের ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে দৃঢ় থাকতে হবে। ২৪-এর গণঅভ্যুত্থানের পরেও আমরা দেখছি কীভাবে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজন ঘটছে। এমন পরিস্থিতিতে নতুন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই। স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আসুন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করি। গণতন্ত্র হোক অপ্রতিরোধ্য!
উল্লেখ্য যে, আগামীকাল সকাল ১০টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে স্বৈরাচার প্রতিরোধ দিবসে শহীদ জয়নাল-দিপালী-কাঞ্চনসহ সকল লড়াকু-শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা।