বাদল আহম্মেদ,বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আনোয়ার হোসেন খাঁন (৩৯) নামে এক ব্যবসায়ির হাত ও পায়ের রগ কেটে দিয়েছে পাভেল (২৮) নামের এক সন্ত্রাসী। রোববার সকাল ১১ টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী ঋষেরচর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের গোÑ খাদ্যের ব্যবসায়ি আনোয়ার হোসেন খাঁন সকাল ১০টার দিকে দেড় লাখ টাকা সঙ্গে নিয়ে ব্যাবসার কাজে ঢাকা যাওয়ার জন্য তৈরী হচ্ছিল। এমন সময় পুর্ব আক্রোশের জের ধরে একই গ্রামের মৃত হেকিম ভূঁইয়ার ছেলে সন্ত্রাসী পাভেল ৩/৪ জন সহযেগি সহ তাকে ধারালো অস্ত্র নিয়ে ঘরের ভিতরে ঢুকে আক্রমণ করে। প্রাণ ভয়ে আনোয়ার দৌড়ে পালানোর চেষ্টা করলে পাভেল উঠানের মধ্যে ফেলে তাকে এলোপাতারী ভাবে ধারালো ছেনি দিয়ে কোপায় এবং তার সঙ্গে থাকা নগদ দেড় লাখ টাকা লুটে নেয়। ফলে আনোয়ারের ডান পায়ের এবং বাম হাতের একাধিক রগ কেটে গিয়ে গুরুতর আহত হয়। তাকে সঙ্গে সঙ্গে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর বিধায় ঢামেক এ প্রেরন করেন। এ ব্যাপারে আনোয়ারের ভাই সাফায়েত খান বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।