নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ২১ জন গ্রেপ্তার হয়েছে।
রোববার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাসহ একাধিক মামলার আসামি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
তারেক আল মেহেদী জানান, ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভূক্ত ও নিয়মিত মামলায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, অভিযানে ফতুল্লা থানা যুবলীগের দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, রূপগঞ্জ উপজেলা তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত, সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন ভুইয়া, আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন মামলায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
Source:
এমএইচ