বাদল আহম্মেদ,বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোববার সকালে আড়াইহাজার টু জাঙ্গালিয়া রোডের ইলমদী এলাকা থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার সকালে এলাকা থেকে সংবাদ আসে যে, ওখানে পাটের জমিতে পানির মধ্যে একটি লাশ ভেসে উঠেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের পড়নে জিন্সের প্যান্ট ও নীল রঙের ফুল শার্ট রয়েছে। পুলিশ ধারনা করচে-২/৩ দিন আগে লাশ টি কে বা কারা এখানে ফেলে রেখে যেতে পারে কারন লাশটি ফুলে বিভৎস্য অবস্থায় রয়েছে চেহারা বুঝা যাচ্ছে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।