বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গুণীজনদের মাঝে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। আব্দুর রাজ্জাক ও রওশন আরা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (০৮ ফেব্রুয়ারী) বিকালে নগরপাড়া স্কুলে মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। পরে ব্রাইট শিশু কানন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাইট শিশু কানন হাই স্কুলের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ জানান, প্রতিবছরের মতো এবারও আব্দুর রাজ্জাক ও রওশন আরা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দশ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। এবার প্রিন্ট মিডিয়ায় দৈনিক কালবেলার জাহাঙ্গীর মাহামুদ, ইলেকট্রনিক্স মিডিয়ায় এশিয়ান টিভির শহীদুল্লাহ গাজী, শিক্ষকতায় তারিকুল ইসলাম, চিকিৎসায় ডা. মেহেদী হাসান, তরুণ ও মেধাবী মাওলানা ফরহান বিন হান্নান, কৃষিক্ষেত্রে অলেক মিয়া, মরণোত্তর মুক্তিযোদ্ধা মেহেরউল্লা, রত্নাগর্ভা মা কুসুমী রাণী, সফল পিতা আওলাদ হোসেন ও শ্রমজীবি হিসাবে বাচ্চু মিয়াকে ক্রেষ্ট ও সাটিফিকেট দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাইট শিশু কানন হাই স্কুলের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলামিষ্ট ও গবেষক মীর আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, উপজেলা নির্বাচন অফিসার তাজ্জালি ইসলাম, লেখক ও গবেষক সাদেকুর রহমান, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. গোলজার হোসেন, এ্যাড. মেজবাহউদ্দিন আহম্মেদ, বাংলাভিশনের সাংবাদিক খলিল সিকদার, এ্যাড. আবুল বাশার রুবেল, দৈনিক বাংলার সাংবাদিক নজরুল ইসলাম লিখন, কায়েতপাড়ার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া, কায়েতপাড়া ইউপির ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম আহম্মেদ, স্কুলের পরিচালক রায়হানা সুলতানা, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিপলু জাহান শান্ত প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।