বিজয় বার্তা ২৪ ডট কম
১. মহান নেতা
মহাকালের বুকে পদচিহ্ন রেখে হেঁটে চলেছো তুমি অাজও নিরবধি……
হে, মহান নেতা!
তোমার কাছ থেকে শিখেছি কীভাবে যুদ্ধ করতে হয়;
শিখিয়েছো দেশপ্রেমের মহান মন্ত্রণা, শুনিয়েছো নিষ্পেষিত-নিপীড়িত জুলুমসহা অত্যাচারিতদের বন্দনা।
হিংস্র শূয়োরের ছোবল থেকে মুক্ত করতে শিখিয়েছো স্বাধীনতা;
দানবের করাল গ্রাস থেকে, হায়েনার বাকরুদ্ধ শৃঙ্খল থেকে উচ্চারণ করতে শিখিয়েছো `মা’।
হে, মহান নেতা!
অাজও তোমার স্বপ্নেরা উড়ে বেড়ায় বাংলার অাকাশে-বাতাসে, অাজও তোমার দরাজ কণ্ঠ কাঁপিয়ে যায় প্রতিটি বাঙালির রক্তকণা!!
তুমি শুধু বাংলায় নয়— সারা বিশ্বের দরবারে এক প্রবাদ পুরুষ, মহান নেতা;
তুমি অামাদের অহংকার, অামাদের প্রাপ্ত স্বাধীনতা।
২. শেখ মুজিব
তোমার কৃত্য, চির সত্য অক্ষয় তোমার সৃষ্টি
তুমি এক শাণিত বর্শা, অগ্নিঝরা বৃষ্টি……
হাজার বছরের শ্রেষ্ঠ তুমি, রক্তে চির অম্লান—
হে, বঙ্গবীর! উদ্ধত শির শেখ মুজিবুর রহমান।
এনেছিলে তুমি, হেনেছিলে তুমি বিশ্বে বজ্রস্বর……
তোমার ডাকে হয়েছিলো সেঁদিন বাংলাদেশের ভোর।
রাত পোহালো, সকাল হলো— গগণে উঠলো রবি;
হতাশার বক্ষে তুমি প্রদীপ্ত শিখা, যুগের শ্রেষ্ঠ কবি।
হে, কবি! দিয়েছো সবই— লঙ্ঘিছো মৃত্যুপ্রাণ;
তাইতো তুমি শ্রেষ্ঠ অাজ, শেখ মুজিবুর রহমান ।
তোমার ডাকে ঘুম ভাঙে অাজও, জেগে উঠে বঙ্গরাজ!
জাগো, জাগো, অারও জাগো— জাগারই সময় অাজ।