বিজয় বার্তা ২৪ ডট কম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় নারায়ণগঞ্জে উদ্ভুত মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমাবার নারায়ণগঞ্জ জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতে উদ্ভুত মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনার জন্য
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ মোস্তাফিজুর রহমানের
নেতৃত্বে একটি বিশেষ মেন্টরিং টিম নারায়ণগঞ্জ জেলা সফর করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি ও মেন্টরিং টিমের সদস্যবৃন্দ মামলার তদন্তকারী কর্মকর্তাদের বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম তারেক রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, ঢাকা রেঞ্জ মহোদয়।
উক্ত পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মামলার তদন্তকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।