বিজয় বার্তা ২৪ ডট কম
নরসিংদীর রায়পুরা উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অর্ধশত যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে ১২ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। উদ্ধার তৎপরতা চলছে।
শনিবার বেলা ১১টার দিকে রায়পুরা উপজেলার জংগীশিবপুর বাজারসংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এ দুর্ঘটনা ঘটে। লাবো থানার এসআই সৌরভ হাসান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ট্রলারডুবির ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশের বাড়ি বেলাব উপজেলায়। তাদের মধ্যে তাৎক্ষণিকভাবে রাকিবুল হাসান (১০), ইয়াসিন (৫), মালদারিনেছা (৭৫), জেরিন (৬), মারজিয়া (২), মালেকা খাতুন (৬০) সম্রাাট (৫), সাকিব (১০), সুমাইয়া (৪), ফুলেছা (৬০) ও আমেনার (৭০) নাম পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার জংগীশিবপুর ব্রিজের গোড়া থেকে ৫০ জনের মতো যাত্রী নিয়ে ট্রলারটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরিকান্দি গ্রামের গণি শাহর মাজারে যাওয়ার উদ্দেশে ছেড়ে যায়। ২০০ গজ যাওয়ার পর ট্রলারটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন ডুবে যায়।