বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে এই স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি সোলাইমান হোসাইন মুন্না এর সঞ্চালনায় বিকেলে খানপুর হসপিটালের সামনে থেকে শুরু হয়ে চাষাড়া গোল চত্ত্বর প্রদক্ষিণ করে মিশন পাড়া মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
হাফেজ আব্দুল মোমিন বলেন- গত ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের কে গড-ফাদার বাহিনি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল, জুলাই অভূত্থানের পরে কাউকে আর সে সুযোগ দেয়া হবেনা, আর কোন চাঁদাবাজ ও গড-ফাদারদের ঠাই নারায়ণগঞ্জ সহ এই নতুন বাংলাদেশে হবেনা। আগামী ৭ তারিখ ফেডারেশনের প্রধান উপদেষ্টার আগমন কে সাফল্যমণ্ডিত করার জন্য শ্রমিক-জনতা সহ সকলকে উদাত্ত আহবান জানান। নারায়ণগঞ্জ নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে ৭ ফেব্রুয়ারী।
অন্যান্যদের মত বক্তব্য দেন, নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সাধারন সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা সভাপতি মোশাররফ হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা সভাপতি ইকবাল হোসাইন। আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফায়সুল, মোশাররফ হোসাইন, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম সিকদার, কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিন, নির্বাহী সদস্য এরশাদ খান সহ বিভিন্ন থানা সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। বিপুল সংখ্যক নেতা কর্মী লিফলেট বিতরণ ও মিছিলে অংশগ্রহণ করে।