বিজয় বার্তা ২৪ ডট কম
মধ্য ও উত্তর চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫০ জন হয়েছে। সাম্প্রতিক সময়ের ভয়াবহ এই বন্যায় আরো অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছে।
হেবেই ও হেনান প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হেবেইয়ে ১১৪ জন নিহত হয়েছে এবং ১১১ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া ৫৩ হাজার বাড়িঘর বন্যায় ভেসে গেছে। জিংতাই শহরে ২৫ জন মারা গেছে। সেখানে আকস্মিক বন্যার সতর্কতা না দেয়ায় সরকারের বিরুদ্ধে জনগণ বিক্ষোভ করছে।
হাজারো জনতা একটি রাস্তা বন্ধ করে দেয়, পুলিশ জনগণকে নিবৃত্ত করে। গ্রামবাসীরা বন্যার সতর্কতা না দেয়ায় এবং অদক্ষ উদ্ধার কর্মকাণ্ডের জন্য ক্ষোভ প্রকাশ করে।