বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীকে অপহরণের পর ছয় দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে তিন দিন পরে মামলা গ্রহণ করেছে সোনারগাঁ থানা পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) রাতে নির্যাতিতা নারীর অভিযোগের ভিত্তিতে এ মামলা করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসে থাকায় তিনি একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়ি সোনারগাঁয়ের ইলিয়াসদীতে থাকেন। একই এলাকার শাহাবুদ্দিনের ছেলে মো. হাসান (৩০) তাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন।
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৬ জানুয়ারি দুপুর ১টার দিকে অভিযুক্ত হাসান তাকে ফুসলিয়ে এবং প্রলোভন দেখিয়ে সোনারগাঁয়ের ইলিয়াসদী থেকে জোরপূর্বক প্রাইভেটকারে অজ্ঞাত স্থানে নিয়ে যান। অজ্ঞাত স্থানে একটি ঘরে আটকে রেখে হাসান ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেন।
এ সময় তার কাছে থাকা ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, গলায় থাকা এক ভরি স্বর্ণের চেইন এবং কানে থাকা আট আনা ওজনের এক জোড়া কানের দুল ছিনিয়ে নেন। পরে অভিযুক্ত যুবক তাকে গাজীপুরে ফেলে রেখে পালিয়ে যান। সেখান থেকে তার বড় ভাইয়ের মোবাইল ফোনে যোগাযোগ করে তিনি উদ্ধার হন এবং ২৪ জানুয়ারি সোনারগাঁয়ে ফিরে আসেন।
প্রথমে নির্যাতিতা নারী থানায় অভিযোগ করলেও সোনারগাঁ থানা পুলিশ মামলা না নিয়ে অভিযুক্তকে সন্দেহভাজন হিসেবে আটক করে আদালতে পাঠায়। এতে অসন্তোষ প্রকাশ করে ওই নারী ২৬ জানুয়ারি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কার্যালয়ের কমপ্লেইন মনিটরিং সেলে মামলা না নেওয়ার বিষয়ে অভিযোগ দায়ের করেন।
পরে তার লিখিত অভিযোগের ভিত্তিতে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয় পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার (ওসি) এম এ বারী জানান, হাসানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে মামলাটি রুজু করা হয়েছে। ধর্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।