বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকার সিটি লুভ ওয়েল ইন্ডাস্ট্রিজের পুকুর থেকে সাইফ (৪৮) নামে এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৪ শে (জানুয়ারি) শুক্রবার দিবাগত রাত আনুমানিক (১০:০) টাকার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকার নির্মাণাধীন সিটি ওয়েল লুভ (মবিল কোম্পানি)’র পাশ্ববর্তী একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত সাইফ ব্রাহ্মণবাড়িয়া জেলার, সদর উপজেলার মুন্সেফ পাড়ার মৃত: মির্জা সিরাজ উদ্দিন আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে তালতলা পুলিশ তদন্ত্র কেন্দ্রে ইনচার্জ ফেরদৌস আহমেদ বলেন,এলাকা বাসীর সহায়তায় লাশ উদ্ধার করি। এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।