বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারো শিল্প ফাউন্ডেশনের শুরু হয়েছে মাসব্যাপী লোকও কারো শিল্প মেলা ও লোকজ উৎসব। শনিবার বিকেলে মাস ব্যাপি লোকজ মেলার উদ্বোধন করেন সংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।মেলা চলবে আগামী ১৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল দশটা থেকে রাত চারটা পর্যন্ত কারো শিল্প ফাউন্ডেশন এর গেট উন্মুক্ত থাকবে।
মেলার উদ্দেশ্য হচ্ছে দেশীয় সংস্কৃতির উজ্জীবন ও প্রসার।আবহমান গ্রাম বাংলার হাজার বছরের লালিত ঐতিহ্য, শিল্প-সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, আচার-আচরণ ও অসংখ্য বিলীয়মান হস্ত কারুশিল্প প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে জনমনে পরিচয় ঘটানোর জন্য বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছর এ মেলার আয়োজন করে থাকে।
এরমধ্যে সোনারগাঁওয়ের জামদানী, মৌলভীবাজার ও মুন্সিগঞ্জের শীতল পাটি, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি ও মৃৎশিল্প, কক্সবাজারের শাঁখা ঝিনুক শিল্প, রংপুরের শতরঞ্জিসহ কারুশিল্পীরা তাদের হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রির জন্য অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন,দেশের ধর্মীয় সম্প্রীতি ও সংস্কৃতির বৈচিত্র রক্ষায় সরকারের নানা পরিকল্পনা রয়েছে। তিনি বলেন,
লোক কারো শিল্পের শিল্পীদের উৎপাদিত পণ্য সারা বছর যাতে প্রদর্শন সহ বিপণন এর ব্যবস্থা করা হয় সে বিষয়টি নিয়ে কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়। পানাম নগর আমাদের মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। পানাম নগরী ইন্টারন্যাশনাল প্রজেক্ট করার জায়গা। পানাম নগরের পুরনো ঝরা জীর্ণ ভবন গুলো কিভাবে সংস্কার করা যায় সেটি নিয়েও কাজ করছে মন্ত্রণালয়। পানাম নগরের হেরিটেজ সংরক্ষণ করে ফেলে রাখলে সেগুলো আবার নষ্ট হয়ে যাবে। তাই এসব স্থাপনা সংরক্ষণের পর হ্যারিটেজ মিউজিয়াম ও দশনাথীদের জন্য উন্মুক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। লালন মেলা বন্ধ হামলা সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ৫ ই আগস্টের পর আমরা অন্যরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। ওই সময় রাস্তায় পুলিশ ডিজিবি অল দেখিনি। সে সময় আমরা হিন্দুদের মন্দির, পুজা মন্ডপ পাহারা দিয়েছি। এটাই বাংলাদেশের স্পিরিট। ধর্মের কারণে কাউকে আমরা আলাদা করবো না। সবার পাশে আমরা সবাই থাকবো এটাই এই সরকারের ফিলোসোফি। সারাদেশে সংস্কৃতি উৎসব ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ঘটছে সেটা আমরা অস্বীকার করছি না। পুলিশ প্রশাসন ও স্থানীয় মানুষের সহযোগিতা নিয়ে এসব ঘটনার সমাধান করা হবে।
সট: মোস্তফা সরোয়ার ফারুকী, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ মফিদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহসহ অনেকে।