বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগায়ে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই গ্ৰুপের মারামারিতে অন্তত ১১ জন আহত হয়েছেন।
শনিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্ৰামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, পাকুন্দা এলাকার এশিয়ান হাইওয়ে রাস্তার পাশে একটি জমি দখলকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। এই ঘটনায় ৩১ শে ডিসেম্বর সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মকবুল হোসেন ভূইয়া। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে তালতলা তদন্ত কেন্দ্রের এস আই সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষকে সমাধানের জন্য বসার আহ্বান জানান। প্রথমে দুই পক্ষ এতে রাজী হলেও পরে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। এতে আহত হয় মুকুল হোসেন, এবং সামির হোসেন। তাঁরই জের ধরে ১১ জানুয়ারি শনিবার রাতে আবার দুই গ্ৰুপের সংঘর্ষ বাঁধে, এতে দুই গ্ৰুপের প্রায় ১১ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে মুকবুল হোসেনের কাছে জানতে চাইলে মুকবুল হোসেন বলেন, একটি টূর্ণামেন্ট শেষ করে বাড়ি ফিরছিলাম। পথে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী আওয়ামী লীগের দালাল ইব্রাহীম মেম্বারের নেতৃত্বে ইসমাইল, মোহাম্মদ আলী, সাকিব, নিজাম
<span;>সরকার, কাজীন , সাব্বির সহ অজ্ঞাত ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল, রাম দা, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের মেহেদী হাসান, উজ্জ্বল, মুকবুল হোসেন ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, আওলাদ হোসেন, আঁখি বেগম, মুকুল ভূঁইয়া, সামির হোসেন সহ প্রায় ৮ জন আহত হয়। পরে সন্ত্রাসী দল আমার বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে দেয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে তবে মুকুল ভূঁইয়া এবং উজ্জ্বল ভূঁইয়ার অবস্থা আশঙ্কাজনক।
ইব্রাহীম মিয়ার সহচর শাহিন মিয়া জানান , তারা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে, আমাদের আসিফ , ইসলাম রায়হান নামে ৩ জন আহত হয়েছে, সোনারগাঁ উপজেলার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে তালতলা পুলিশ ফাড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।